Header Border

ঢাকা, শনিবার, ২৫শে জুন, ২০২২ ইং | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৬.৯৬°সে

মুক্তি পাচ্ছে আসিফ নূরের ওয়েব ফিল্ম ‘মায়া- দ্য রিভেঞ্জ’

প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া- দ্য রিভেঞ্জ’। তরুণ আলোচিত অভিনেতা আসিফ নূর অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে রবিবার (৫ সেপ্টেম্বর)। এরই মধ্যে ‘মায়া- দ্য রিভেঞ্জ’ এর মোশন পোস্টার, টিজার, ট্রেলার ও গান রিলিজ পেয়েছে। দর্শকদের মাঝে সেগুলো প্রশংসিত হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে রবিবার থেকে দেখা যাবে বড় আয়োজনে নির্মিত এ ছবিটি। এতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন সেলিনা আফ্রি। ছবিটি নির্মান ফাহমিদা প্রেমা। গত বছরের শেষের দিকে ‘মায়া- দ্য রিভেঞ্জ’ দিয়েই প্রায় চার বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছিলেন আসিফ নূর। এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় আসিফ নূরের সর্বশেষ ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এ ছবিতে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।

তবে ওয়েব ফিল্ম ‘মায়া- দ্য রিভেঞ্জ’ আসিফ অভিনীত অন্য সব কাজের চেয়ে আলাদা। আসিফ নূর বলেন, ‘স্বপ্ন আমাকে নিয়ে এসেছে চলচ্চিত্র জগতে। অভিনয়কে ভালোবেসে এ অঙ্গনে এসেছি। সব সময় এমন ছবিতে কাজ করতে চাই, যেখানে পাওয়া যাবে একটি সুন্দর গল্প। ‘মায়া- দ্য রিভেঞ্জ’ আমার খুব পছন্দের একটি গল্প। এতে আমি অভিনয় করেছি আয়ান চরিত্রে। এ ওয়েব ফিল্মে আমাকে একেবারেই ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে। এর আগে আমাকে এভাবে কখনও দেখা যায়নি। ছবির গল্পে থাকছে চমক। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই ইউটিউবে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে ছবিটি।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রথমবার বাবা হলেন অভিনেতা সনি রহমান
অপু বিশ্বাস এবার ম্যাকয়’র ফটোশুটে
শান্ত খান – শ্রাবন্তী’র ‘বিক্ষোভ’ সিনেমার ট্রেলার প্রকাশ
শিল্পীদের সম্মাননা জানালো ‘রয়েল ক্যাফে’
জুনের ১০ তারিখ মুক্তি পাচ্ছে শান্ত খান-শ্রাবন্তী’র ‘বিক্ষোভ’
শাকিব-পূজার ‘গলুই’ দেখলেন ১৯৮৭ ব্যাচের দু’শতাধিক শিক্ষার্থী

আরও খবর