Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.৯৬°সে

পুজায় আসছে এমি’র ‘তুমি ছাড়া একা’

নাটক পাড়াতে মাঝে মধ্যে নাটকের সেটে দেখা গেলোও, প্রথমবার একটি মৌলিক গান গেয়ে ফেললেন সুমাইয়া খান এমি। পুজাকে সামনে রেখে নির্মিত হলো গানটির মিউজিক ভিডিও। গানটির শিরোনাম ‘তুমি ছাড়া একা’। গানটির গীতিকার ও সুরকার জুয়েল বাপ্পী। সঙ্গীত আয়োজন করেছেন জুয়েল বাপ্পী। গানটি ভিডিও পরিচালনা করেছেন জুয়েল বাপ্পী। গানটিতে মডেল হিসাবেও ছিলেন সুমাইয়া খান এমি এবং তার বিপরীতে ওয়াসি খান।

নির্মাতা জুয়েল বাপ্পি বলেন, পুজাকে ডিজিটাল সিডি মিউজিক চ্যানেলে প্রকাশ পাবে কন্ঠশিল্পী সুমাইয়া খান এমি’র গান ‘তুমি ছাড়া একা’। গানের কথা গুলি অনেক সুন্দর এমি’র গায়কী অসাধারণ। আশা করছি পুজাতে গানটি দর্শকের সাড়া ফেলবে।

সুমাইয়া খান এমি বলেন, জুয়েল বাপ্পি ভাইকে অনেক ধন্যবাদ গানটি করার প্রচুর কষ্ট ও সুযোগ করে দেওয়ার জন্য।তার কথায়, সুর ও সঙ্গীততে গানটির মাত্রা বাড়িয়ে দিয়াছে।গানের মডেল হিসাবে আমার বিপরীতে কাজ করেছেন ওয়াসি খান। আমাদের। দুজনের রসায়নটা ভালো ছিলো।আশা করছি দর্শকরা মিউজিক ভিডিওটা ভালো ভাবে গ্রহন করবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সাইফুল আলম চৌধুরীর পরিচালনায় ‘প্রেমের মহল’
মোশারফ করিমের পর ‘হুব্বা’ নিয়ে বিভান বাদল
নিপুন রাজের নতুন বছরের ধামাকা ‘হ্যাপি নিউ ইয়ার’
প্রকাশ পাবে প্রেম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ‘হোস্টেল’
আগামীকাল প্রকাশ পাচ্ছে নিপুন রাজ ও স্নিগ্ধার মাটির পরী
ঈদ ধামাকা সাথী খানের ‘মানুষ ভাঙ্গে মানুষের অন্তর’

আরও খবর