Header Border

ঢাকা, রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৭.৯৬°সে

সেরা তরুণ করদাতা হিসাবে নায়ক শান্ত খান

জেলাভিত্তিক ৪০ বছরের কম বয়সী হিসেবে সেরা করদাতা হয়েছেন নায়ক শান্ত খান। রোববার (২২ নভেম্বর) কর অঞ্চল কুমিল্লার কাছে থেকে চাঁদপুরের সেরা করদাতা হিসেবে সম্মাননাও পেয়েছেন তিনি।

সেরা তরুণ করদাতা সম্মাননা পেয়ে বেশ আনন্দিত শান্ত। তিনি বলেন, দেশের একজন নাগরিক হিসেবে এই সম্মাননা আমার জন্য অনেক তৃপ্তির। আমি একজন অভিনেতা। অনেক ভক্তরা আমাকে অনুসরণ করেন। আমি সব সময় চেয়েছি তরুণদের কাছে নিজেকে ইতিবাচকভাবে হাজির করতে। আমি চাই দেশের তরুণাও কর দানে উৎসাহিত হোক। কারণ এটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসাও পরিচালনা করেন শান্ত। সেখান থেকে আয় অনুযায়ী কর দেন তিনি।

এ বিষয়ে শান্ত বলেন, নিজের উপার্জন অনুযায়ী সরকারকে কর দেয়াটা নাগরিকের দায়িত্ব। আমি আগামীতেও পরিস্কারভাবে কর দেবো। বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তর করতে সহযোগিতা করব।

এছাড়া শান্ত খানের বাবা শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান চাঁদপুরের সেরা করদাতা হিসেবেও সম্মাননা পেয়েছেন।

শান্ত বর্তমানে পূজন মজুমদারের ‘প্রিয়া রে’ ছবির শুটিং করছেন। কলকাতার কৌশানী মুখার্জিকে নিয়ে তিনি এখন চাঁদপুরে এ সিনেমার শুটিং করছেন।

সর্বশেষ শান্ত অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবিটি মুক্তি পায়। সেটিতে তার সঙ্গে অভিনয় করেছেন দীঘিসহ আরও অনেকেই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু
সমঝোতায় আসলেন সাইমন এবং বড়দা মিঠু

আরও খবর