Header Border

ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৮.৯৬°সে

সেলিম খানকে পরিচালক সমিতির বিশেষ সম্মাননা

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বিশেষ সন্মাননা পেয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক, ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও ভয়েস টিভির কর্ণধার মো. সেলিম খান।

৩০ নভেম্বর মঙ্গলবার দুপুরে জহির রায়হান কালারল্যাব অডিটোরিয়ামে এ বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মো. সেলিম খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিচালকবৃন্দ। অভিনন্দন পত্র পাঠ করেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য জাকির হোসেন রাজু। সেখানে সেলিম খানকে সিনেমার মহান বীর, মহামানব বলে আখ্যা দেয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতি মহাসচিব শাহীন সুমন, প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেন, পরিচালক ছটকু আহমেদ, সাবেক সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরন, বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল, এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, চলচ্চিত্র পরিচালক দেওয়ান নজরুলসহ আরও অনেকে।

এরা সকলে সেলিম খানের অবদানকে উল্লেখ করে একসঙ্গে ১০০ সিনেমার ঘোষণাসহ সিনেমার দুর্দিনে পাশে থেকেছেন বলে তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান । তারা সবাই প্রত্যাশা করেন, সেলিম খান নিয়মিত থেকে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া চলচ্চিত্র শিল্পের জন্য কাজ করে যাবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক অপূর্ব রায়, বুলবুল বিশ্বাস, চিত্রনায়ক কায়েস আরজু, আলেকজান্ডার বো, চিত্রনায়িকা কেয়া, জয় চৌধুরীসহ আরও অনেকেই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দরদ একটি ব্যতিক্রমী চলচ্চিত্র : ইমরুল শাহেদ
সাধারণ গ্রেডিংয়ে সার্টিফিকেট প্রাপ্ত চলচ্চিত্র ভয়াল
২৯শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’
বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেলো দরদ
ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র
ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার

আরও খবর