Header Border

ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

চরিত্রের প্রয়োজনে সাপ নিয়ে নেচেছেন জায়েদ খান

জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে বিএফডিসিতে বেদেপাড়া তৈরি করে বাইদানিদের সঙ্গে নাচে অংশ নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এই সিনেমায় জায়েদ খানকে সাপ নিয়ে নাচতে দেখা গেছে। সাপ ধরার অভিজ্ঞতার কথা জানিয়ে জায়েদ খান বলেন, ‘ভয়ঙ্কর অনুভূতি! সাপ ধরতে হবে- শুনেই ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। সাপুড়ে অভয় দিলেন বলেই ঠিকঠাক শুটিং শেষ করতে পেরেছি।’

নির্মাতা জানান, সাভার থেকে বেদে নিয়ে আসা হয়েছে এফডিসিতে। তারাই দিকনির্দেশনা দিচ্ছেন। এর আগে গাজীপুরের হোতাপাড়ায় এই সিনেমার প্রথম অংশের শুটিং করা হয়। বর্তমানে শুটিং প্রায় শেষের পথে। আগামী মাসে আউটডোরে বাকি অংশের শুটিং হবে।

এক্সেল ফিল্মসের ব্যানারে ‘সোনার চর’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন নবাগত সিনথিয়া। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিমকে। আরো অভিনয় করছেন শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। এ সিনেমার গানের কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার এবং সংগীত পরিচালনা করছেন আবিদ রনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু
সমঝোতায় আসলেন সাইমন এবং বড়দা মিঠু

আরও খবর