Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ ইং | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

আজ মুক্তি পেয়েছে কাশেম মণ্ডলের হৃদয়ের আঙ্গিনায়

আজ (১৯শে নভেম্বর) দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আবুল কাশেম মণ্ডল পরিচালিত ‘হৃদয়ের আঙ্গিনায়’ ছবিটি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত তানভীর হাসিব ও নবাগতা জান্নাত। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত, দুলারী, বড়দা মিঠু, সাংকো পাঞ্জা, চিকন আলী, রেবেকা রউফ প্রমুখ।

পরিচালক কাসেম মণ্ডল বলেন, ‘আমার ‘হৃদয়ের আঙ্গিনায়’ সিনেমাটা সামাজিক, পারিবারিক গল্প নিয়ে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। সময়কে মাথায় রেখে আমি সিনেমাটা তৈরি করছি। আশা করছি দর্শক আবার সিনেমা হলে আসবে ছবিটির টানে।
বাবু হরিদাস সাহা পঙ্কজ প্রযোজিত গঙ্গা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হৃদয়ের আঙ্গিনায় যেসকল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার তালিকা- চিত্রামহল, সৈনিক ক্লাব, গীত, আনন্দ, বি.জি.বি, নিউমেট্রো – চাষাড়া, চাঁদমহল – কাঁচপুর, চন্দ্রিমা – শ্রীপুর সাভার, নন্দিতা – সিলেট, শঙ্খমহল – ডুমুরিয়া, খুলনা, অভিরুচি – বরিশাল, সিনেমা প্যালেস – চট্টগ্রাম, মডার্ন – দিনাজপুর, রাজ – কুলিয়ারচর, বর্ষা – জয়দেবপুর।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু
সমঝোতায় আসলেন সাইমন এবং বড়দা মিঠু

আরও খবর