দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। এগুলোর কার্যালয় কাকরাইলে অবস্থিত। আজ ২৮ ডিসেম্বর দুপুর ৩টার দিকে এই অফিসে ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এসময় দুর্বৃত্তরা বেশ কয়েকজনের মানিব্যাগ, নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে যায়। প্রতিষ্ঠানটির কর্মকর্তা অপূর্ব রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ দুপুর ৩টার দিকে প্রায় ১০০ জনের মতো অজ্ঞাত দুর্বৃত্ত অফিসে ঢুকেই ভাঙচুর শুরু করে। তারা আমাদের চেয়ারম্যান স্যার সেলিম খানকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে অফিসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা অফিসের অনেক ডেস্ক, কম্পিউটার ও সার্ভার ভেঙ্গে ফেলেছে। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ছবি টানানো ছিল। সেগুলো নামিয়ে ভেঙেছে।
অফিসে যাদের পেয়েছে সবার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ নিয়ে গেছে৷ অনেক ক্যাশ টাকাও নিয়ে গেছে। এখনো অফিসে থমথমে অবস্থা বিরাজ করছে।’
অপূর্ব আরও জানান, ‘কয়েকদিন ধরেই নানা রকম হুমকি আসছিলো৷ এজন্য আমরা রমনা থানায় জিডি করেছিলাম হামলার আশংকায়। জিডি নং- ৫২৪। অবশেষে সেটাই সত্যি হলো। তাই আজ মামলা করতে যাচ্ছি অজ্ঞাত ১০০ জনকে আসামী করে৷’
কারা এই হামলা করেছে বলে ধারণা করছেন, এমন প্রশ্নের উত্তরে অপূর্ব রায় বলেন, ‘আমরা ধারণা করছি এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। আমাদের হাউজ থেকে যখন ‘আগস্ট ৭৫’ সিনেমাটি নির্মাণের ঘোষণা দেই তখন থেকেই এই চক্রটি আমাদের নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো৷ ছবিটি সেন্সরে অনুমতি পাওয়ার পর তাদের তৎপরতা বেড়ে যায়। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা নিয়েও তারা জলঘোলা করেছিল। তারাই আজ হামলা করেছে বলে ধারণা করছি।’
এ ঘটনায় মন্তব্য জানতে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মুঠোফোনের নম্বরটি বন্ধ পাওয়া যায়।