মুক্তি পেয়েছে বহুল আলোচিত ও প্রতিক্ষীত সিনেমা ‘রাত জাগা ফুল’ চলচ্চিত্র। আজ ৩১ ডিসেম্বর থেকে জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমাটি দেখা যাবে দেশের ২৯টি হলে।
‘রাত জাগা ফুল’ ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি, মিরপুর মহাখালীর এসকেএস, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার মধুমিতা, চিত্রামহল, আনন্দ , গীত, রাজমনি, পুরবী নিউ গুলশান হলে দেখা যাবে।
ঢাকার বাইরে বর্ষা (জয়দেবপুর), চাঁদ মহল (কাচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) চন্দ্রিমা (শ্রীপুর), মনিহার (যশোর), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), পুরবী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), রুপকথা (পাবনা), নন্দিতা (সিলেট) সুগন্ধা (চট্টগ্রাম) চালাবে ‘রাত জাগা ফুল’।
সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। আরও আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, শর্মিলী আহমেদ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু প্রমুখ।
পরিচালক মীর সাব্বির বলেন, ‘আমার ছবিটাতে একটা বাংলাদেশের গল্প আছে। যা দেখতে আমি মনে করি দর্শক সিনেমা হলে আসবে। আমার কথা হলো ছবিটি যেন সবাই দেখেন। খারাপ হলে মন্তব্য করবেন। ভালো হলে আপনার আশেপাশে লোকজনকে ছবিটা দেখতে বলবেন।’
এর আগে ছবিটির ট্রেলার দেখে। ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশে অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের অনেকে। সবাই পরিচালক হিসাবে মীর সাব্বিরকে অভিনন্দন জানান ও দর্শককে হলে এসে সিনেমা দেখার আহব্বান জানান।