Header Border

ঢাকা, রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ ইং | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২০°সে

জামশেদ শামীম, অরিন ও রাশেদ খানের ‘জনমের বিদায়’

বুধবার (৫ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় আর কে এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল নতুন মিউজিক ভিডিও ‘জনমের বিদায়’।গীতিকার সালাউদ্দিন সাগর। সুর করেছেন পলক হাসান সুমন, সঙ্গীত আয়োজনে ছিলেন এসবি সোহাগ।গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী এসবি সোহাগ।মডেল হিসাবে ছিলেন- জামশেদ শামীম,অরিন ও রাশেদ খান।’জনমের বিদায়’ গানের ভিডিও নির্মান করেছেন নির্মাতা রাজ কামাল। প্রযোজনা করেছেন আর কে প্রোডাকশন।

অভিনেতা জামশেদ শামীম বলেন, নতুন বছরের শুরুতে নতুন গান প্রকাশ পেল ‘জনমের বিদায়’। গানের অসাধারন। অরিন ও রাশেদ খানের সাথে কাজ করে ভালো লেগেছে।আশা করছি দর্শক ভালো ভাবে গ্রহন করবে।

প্রযোজক ও মডেল রাশেদ খান বলেন,গানের গল্পটা ভালো লাগছে।জামশেদ শামীম ও অরিন ভালো ভালো কাজ করেছে।পরিচালক রাজ কামালের কাজটি ধরে ধরে করেছেন।আমাদের গল্পের রসায়নটা দারুণ ছিলো।

পরিচালক রাজ কামাল বলেন, নতুন বছরের শুরুতে গানটি অবমুক্ত করা হয়েছে। গানের কথা ও গল্পটা ভালো জামশেদ শামীম,অরিন ও রাশেদ খান সবাই কষ্টে করে কাজটি করেছে। গানটি দেখলে বুঝতে পারবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দরিদ্র মেয়ের সংগ্রামের গল্পে ইরা শিকদার
শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা ভুয়া: ইকবাল
প্রয়াত শিল্পীদের স্মরণে শিল্পী সমিতির আয়োজন
অপু-জয় সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীড়
বিগ সিটি এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে নতুন সিনেমা
৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাংলাদেশি ইংরেজি ছবি ‘ডট’

আরও খবর