Header Border

ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

প্রথমবার বাবা হলেন অভিনেতা সনি রহমান

প্রতি বছর জুন মাসের ৩য় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। প্রতিবারের ন্যায় এবারও আগামীকাল রোববার (১৯ জুন) সারাবিশ্বে পালিত হবে বাবা দিবস। ঠিক ২দিন আগেই চমৎকার দিন শুক্রবার (১৮ জুন) কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা সনি রহমান।

গেলো শুক্রবার (১৮ জুন) নরসিংদীর মাধবদী হলি ক্রিসেন্ট নামক একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন ডাঃ সুমনা রহমান।
সনি রহমান জানান, আল্লাহর কাছে শুকরিয়া তিনি আমাকে একটি সন্তান দিয়েছেন তাও কন্যা সন্তান। অনুভূতিটা কতোটা মধুর তা সন্তান বুকে জড়িয়ে নেয়ার পর বুঝলাম। অনুভূতিটা সত্যিই অসাধারণ। বাবা হওয়ার অনুভূতিটা কি সেটা যাদের সন্তান হয়েছে তারাই একমাত্র বলতে পারবে। তবে আমি মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করছি। বর্তমানে আমার স্ত্রী ও কন্যা দুজনই সুস্থ আছে। তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা
২ জুন প্রেক্ষাগৃহে আসছে বিলাশ খানের সুলতানপুর
নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই
মুক্তি পাচ্ছে চিকন আলীর বুবুজান
শফিক হাসানের দ্য ফ্রডে নায়িকা ববি হক
জমকালো আয়োজনে ২য় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

আরও খবর