Header Border

ঢাকা, সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.৯৬°সে

অভি-কেয়ার নতুন ছবি ‘পরাণের পরাণ’

সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইল ও তার আশেপাশের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং শেষ হলো ‘হ্যাপি ওয়ার্ল্ড ২০২২’ প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘পরাণের পরাণ’র। ছবিটি পরিচালনা করেছেন সালমান জসিম। ছবিটির মাধ্যমে এই প্রথম জুটি বেঁধেছেন চিত্রনায়ক অভি ও চিত্রনায়িকা কেয়া। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত, দুলারী, ডিজে সোহেল, শাওন আশ্রাফ, জেকি আলমগীর, রাজু সরকার প্রমুখ।

ছবিটির শুটিং শেষে বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সবকাজ শেষ করে সেন্সরের জন্য জমা দিবে খুব শীঘ্রই। ছবিটি নিয়ে চিত্রনায়ক অভি বলেন, পরাণের পরাণ ছবিটির গল্প খুবই ভালো, দর্শকদের ভালো লাগার মত করে নির্মাণ করা হয়েছে। আশা করছি ছবিটি যখন মুক্তি পাবে সবাই পছন্দ করবে। আমাদের হ্যাপি ওয়ার্ল্ড ২০২২ থেকে খুব শীঘ্রই আরো একটি ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। যদি সবকিছু ঠিক থাকে আগামী মাসেই ‘প্রেম তো হতেই পারে’ নামে নতুন ছবির কাজ শুরু করবো। এই ছবিটিও সালমান জসিম ভাই পরিচালনা করবেন।

পরাণের পরান ছবিটির বিশেষ দৃশ্য পরিচালনা করেছেন জুম্মন, নৃত্য পরিচালনায় রফিকুল ইসলাম রনী ও মঞ্জু। ছবিটির নিবেদন করেছে আততিন এরাবিয়ান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা
২ জুন প্রেক্ষাগৃহে আসছে বিলাশ খানের সুলতানপুর
নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই
মুক্তি পাচ্ছে চিকন আলীর বুবুজান
শফিক হাসানের দ্য ফ্রডে নায়িকা ববি হক
জমকালো আয়োজনে ২য় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

আরও খবর