Header Border

ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৯৬°সে

প্রকাশ পেল মুন্না খান ও নুসরাত পপির হ্যান্ডসাম পোলা’

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল মুন্না খান ও নুসরাত পপি’র ‘হ্যান্ডসাম পোলা’ শিরোনামের নতুন মিউজিক ভিডিও। পুবাইল,গাজীপুরের আপন ভূবন শুটিং হাউজে এই মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ সিং এবং সংগীত করেছেন আল আমিন খান। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী চৈতি রহমান। ডিওপিতে জুয়েল মাহমুদ ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নৃত্য পরিচালক প্রিন্স খান। মুন্না খান ও নুসরাত পপি ছাড়াও গানটিতে আরো মডেল ছিলেন প্রিন্স খানের ড্যান্স গ্রুপ।

মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, আমি একজন কাতার প্রবাসী ব্যবসায়ি আর প্রবাসীদের কথা মাথায় রেখেই মিউজিক ভিডিও তৈরী করাই। কণ্ঠশিল্পী চৈতি রহমানের গাওয়া গানটি অসাধারন। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও ডিরেকশন দিয়েছেন প্রিন্স খান। আমার সঙ্গে মডেল হয়েছেন নুসরাত পপি। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে । আর গানটি মুক্তি পেয়েছে দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

মডেল নুসরাত পপি বলেন, মডেল মুন্না ভাইয়ের সাথে বেশ কয়েকটা গান করেছি।তরুণ সিং লেখা গানটি অনেক সুন্দর করে গেয়েছেন চৈতি রহমান। তাছাড়া গানটির সুর ও সংগীতায়োজন আমার ভালো লেগেছে। নৃত্য পরিচালক প্রিন্স খান যত্ন নিয়েই গানটি তৈরি করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নৃত্য পরিচালক প্রিন্স খান বলেন, ‘হ্যান্ডসাম পোলা’
এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি ভালো লাগবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অনিক বিশ্বাস’র ‘খোদা হাফেজ’ সিনেমার পোস্টার প্রকাশ
নৌকায় ঠাঁই পায়নি যেসব শোবিজ তারকা
আগামী ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মেঘনা কন্যা’
আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে যন্ত্রণা
আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘শেষ বাজি’
সাপের কামরে আহত ওমর সানী

আরও খবর