Header Border

ঢাকা, শনিবার, ২৫শে মার্চ, ২০২৩ ইং | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৭.৯৬°সে

আসছে নওমী খানের ‘কবে আমার হবে’

নতুন সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নওমী খান। এরই মধ্যে টিভি নাটক সহ বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও তে কাজ করেছেন, সম্প্রতি নেত্রকোনার বিরিসিরি মনোরম লোকেশনে নির্মিত হলো নওমী খান অভিনীত ‘কবে আমার হবে’ শিরোনামের মিউজিক ভিডিও।

মামুন আফনান রুমির কথা ও আকরাম খানের সুরে গানটি গেয়েছেন কাজী শুভ। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ। ভিডিও নির্মাণ করেছেন মোঃ রাজিব হোসেন নিলয়, এতে নওমী খানের বিপরীতে অভিনয় করেছেন আলভী মামুন।

মিউজিক ভিডিওটি নিয়ে মডেল নওমী খান বলেন, ‘কবে আমার হবে’ শ্রুতিমধুর একটি গান, গানের সাথে মিলিয়ে দারুণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পুরো টীম। এতে দর্শক আমাকে নতুন ভাবে দেখতে পাবে। আশাকরি দর্শক এটি পছন্দ করবে।

রেড বক্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘কবে আমার হবে’ গানটি কোরিওগ্রাফি করেছেন এমডি এআর অলী। ভিডিও চিত্র ধারণ করেছেন জুলফিকার আহমেদ সায়েম। রেডবক্স মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রকাশ পেল জসীম উদ্দিন আকাশের কথায় ‘কারে আমি বিশ্বাস করি’
মুক্তি পেল মুন্না খানের ‘অন্তর পোড়া গন্ধ’
প্রকাশ পেল আল মীমের ‘মন বোঝেনা’
প্রকাশ্য এলো মুন্না খান-আশা মনি’র স্কুল লাইফ’
মুক্তি পেল মুন্না খান ও তানিশা’র মিউজিক্যাল ফিল্ম ‘চেংরা বউ”
মুক্তি পেল মুন্না খান ও সোনিয়া লাজুক মিউজিক্যাল ফিল্ম ‘মনের মাঝে আছিস রে তুই’

আরও খবর