Header Border

ঢাকা, বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৪.৬৬°সে

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারো বধূবেশে ধরা দিয়েছেন। তবে এটি বাস্তবে নয়, একটি পার্লারের ফটোশুটে অংশ নিতেই বধূ সাজতে হয়েছে বলে জানান অপু বিশ্বাস। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অপুর পাশাপাশি অংশ নেন মডেল-উপস্থাপিকা বারিশা হক।

বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের আকলিমা’স বিউটি পার্লারের এই ফটোশুটে ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন। ভিডিওতে ছিলেন রাব্বি। অপু বিশ্বাস জানান, এর মধ্য দিয়ে দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তিনি।

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সঙ্গে বারিশাও ছিল। দারুণ শুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

এর আগে এই পার্লারে বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তানজিন তিশা, পারসা ইভানা, শবনম ফারিয়া, দীঘিসহ দেশের জনপ্রিয় শিল্পীরা ফটোশুটে অংশ নেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

১৩ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’
৬ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় চলবে ‘দরদ’
শুক্রবার প্রেক্ষাগৃহে শওকত সজলের ‘ভয়াল’
দরদ একটি ব্যতিক্রমী চলচ্চিত্র : ইমরুল শাহেদ
সাধারণ গ্রেডিংয়ে সার্টিফিকেট প্রাপ্ত চলচ্চিত্র ভয়াল
২৯শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’

আরও খবর