Header Border

ঢাকা, বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারো বধূবেশে ধরা দিয়েছেন। তবে এটি বাস্তবে নয়, একটি পার্লারের ফটোশুটে অংশ নিতেই বধূ সাজতে হয়েছে বলে জানান অপু বিশ্বাস। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অপুর পাশাপাশি অংশ নেন মডেল-উপস্থাপিকা বারিশা হক।

বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের আকলিমা’স বিউটি পার্লারের এই ফটোশুটে ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন। ভিডিওতে ছিলেন রাব্বি। অপু বিশ্বাস জানান, এর মধ্য দিয়ে দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তিনি।

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সঙ্গে বারিশাও ছিল। দারুণ শুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

এর আগে এই পার্লারে বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তানজিন তিশা, পারসা ইভানা, শবনম ফারিয়া, দীঘিসহ দেশের জনপ্রিয় শিল্পীরা ফটোশুটে অংশ নেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু
সমঝোতায় আসলেন সাইমন এবং বড়দা মিঠু

আরও খবর