Header Border

ঢাকা, বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

প্রথমবার ওয়েব ফিল্ম প্রিয়া অনন্যা

তরুণ নির্মাতা সেলিম রেজা নির্মাণ করেছেন ‘এক্স লাভ’ শিরোনামের ওয়েব ফিল্ম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। এটিতে অভিনয় করেছেন প্রিয়া অনন্যা। সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে সেলিম রেজা। এটির গল্প লিখেছেন শাহরিয়ার ইসলাম আর চিত্রনাট্য করেছেন সালমান জাশিম। এখানে আরো দেখা যাবে- আমান রেজা, আশিক চৌধুরী, নির্জোনা আফরোজ, সাফি খান, সাহেলা আক্তার প্রমুখ।

অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, এই কনটেন্টে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া দারুণ একটি চরিত্র। এমন চরিত্র সাধারণত পাওয়া যায় না; প্রস্তাব পেয়েই ভালো লেগেছে। আশা করছি, দর্শকরা দারুণ একটি কাজ উপহার পেতে যাচ্ছেন।

নির্মাতা সেলিম রেজা বলেন, ‘এক্স লাভ’ ওয়েব ফিল্মে প্রেম-বিশ্বাস ও প্রতিশোধের ফিল্ম। সচরাচর এমন গল্প নিয়ে কাজ কম হয়। আমরা সে বিষয়টি নিয়ে সামনে এগোতে চেয়েছি। এর বেশি কিছু এখন বলতে চাই না। আশা করি দর্শক কাজটি পছন্দ করবেন।

জানা গেছে, ওয়েব ফিল্মটি দেখা যাবে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিঞ্জে আসছে অঞ্জন দত্তের ‘দুই বন্ধু’
অন্তরালে পরীমনির নায়ক তারিক আনাম খান