Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৭.৯৬°সে

গায়ক থেকে নায়ক শেখ সাদী, নায়িকা অনামিকা ঐশী

এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদী। ‘ললনা’ গান দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর বেশ কয়েকটি মৌলিক গান উপহার দিয়েছেন। দর্শক-শ্রোতারাও সেগুলো পছন্দ করেছেন। এরপর থেকে ভাণ্ডার সমৃদ্ধ করতে মৌলিক গান একের পর এক দিয়ে দর্শকদের মনে পোক্তভাবে জায়গা করে নিচ্ছেন।

এদিকে অনামিকা ঐশী টিকটকে তারকাখ্যাতি পেয়েছে অনেক আগেই। কিন্তু মিডিয়াতে তেমন একটা কাজ তার করা হয়ে উঠেনি। এবার টিকটকে তারকাখ্যাতি পর সিনেমায় নায়িকা চরিত্রে প্রথমবার অভিনয়ের সুযোগ পেলেন। তাও আবার এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদীর বিপরীতে। শেখ সাদীর ও এটা প্রথম সিনেমা।

সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘সংশয়ী’। এটি পরিচালনা করবেন আবু তাওহীদ হিরন। ছবিটির প্রযোজক তামিম হোসেন। ছবিটির শুটিং শুরু হবে ২০ জুন থেকে ঢাকার আশেপাশে। পরিচালক হিরন জানালেন, ‘সংশয়ী’ সিনেমাটি একটি ভালোবাসার গল্প। যেখানে দিবা চরিত্রে কাজ করবেন অনামিকা ঐশী এবং অনি চরিত্রে কাজ করবেন শেখ সাদী। হয়তো অনেকে বলতে পারে নতুনদের নিয়ে কাজ করছি কেন? আমি বলবো নতুন কিছু করার আশায়। আশা করছি ভালো কিছু তাদের নিয়ে করার চেষ্টা করবো।

সাদি বলেন, হিরন ভাইয়ের পরিচালনায় এ প্রথম সিনেমায় অভিনয় করছি। আমার গান নিয়েই ধ্যান ধারনা কিন্তু যখন গল্পটা নিয়ে হিরন ভাই আমার সাথে কথা বলে তখন আর না করতে পারি নাই। তার নির্মিত আদম সিনেমার কিছু অংশ দেখার পরে মনে হয়েছে নির্মাতা হিসেবে তিনি ভালো। গল্পটা যেহেতু ভালো আমি বিশ্বাস করি গল্পের জন্যই দর্শক প্রেক্ষাগৃহে যাবে। আর এ ছবিতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। তাই দর্শক এতে আমাকে নতুনরূপে দেখতে পাবেন।

ঐশী বলেন, শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হলো। আমি অনেক উৎফুল্ল এই সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এই সিনেমায় কাজ করতে যাচ্ছি। যখন গল্পটা হিরন ভাই আমাকে শুনাই তখন একবারে ওকে বলে দিছি। দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সাধারণ গ্রেডিংয়ে সার্টিফিকেট প্রাপ্ত চলচ্চিত্র ভয়াল
২৯শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’
বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেলো দরদ
ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র
ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল

আরও খবর