Header Border

ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৯৬°সে

আসাদুজ্জামান আসাদের পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিক ‘হ্যালো আর্ট’

আসাদুজ্জামান আসাদের পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিক ‘হ্যালো আর্ট’

এই ঈদে ৬ পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তরুন নির্মাতা আসাদুজ্জামান আসাদ। নাটকের নাম ‘তুমি আমার মনের মানুষ’। হ্যালো আর্ট এর প্রযোজনায় এই ধারাবাহিকটির গল্প লিখেছেন মাহফুজ রহমান। এর আগে বেশ কয়েকটি খন্ড নাটক নির্মাণ করলেও এবারই প্রথম ধারাবাহিক নির্মাণ করেছেন আসাদ।

ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, মানসী প্রকৃতি, শিশির আহমেদ, মহসিন পলাশ,আমানুল হক হেলাল, ঝুমানা আহমেদ, তারেক মাহমুদ, এফ কিউ পিটার, তামান্না আজমীর, তামান্না সরকার প্রমুখ।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, খুব সুন্দর সাজানো গোছানো, সবুজ শ্যামল একটি গ্রাম। লিটন মিয়া দুই ছেলে নিয়ে এই গ্রামেই বসবাস। পেশায় একজন ব্যবসায়ী এবং গ্রামের কয়েকটি দোকানের মালিক। বড় ছেলে শানু, সে কুমার শানুর ডাইহার্ট ফ্যান এবং স্বপ্ন দেখে যে একদিন সে কুমার শানুর মত গায়ক হবে। তার গান টেলিভিশনে সারাদেশের মানুষ দেখবে। তাই তার বাবাসহ গ্রামের সবাই তাকে কুমার শানু বলেই ডাকে। অপরদিকে তার ছোট ভাইও তার থেকে কোন অংশে কম নয়। সেও আবার সনু নিগামের ভক্ত। সেও বড় ভাইয়ের মত একই স্বপ্ন দেখে। তাই সে গ্রামে সনু নিগাম নামে পরিচিত। এভাবেই এগিয়ে যায় ‘তুমি আমার মনের মানুষ’র ধারাবাহিক নাটকের পর্বগুলো।

নির্মাতা আসাদুজ্জামান আসাদ বলেন, এবারই প্রথম ধারাবাহিক নির্মাণ করছি। চলতি মাসের ১২ ও ১৩ তারিখে পুবাইলে নাটকটির শুটিং হয়েছে। নাটকে আমি গ্রামের পারিবারিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমার বেশিরভাগ নাটকই গ্রামীন আবহে নির্মাণ হয়ে থাকে। আমি এই ধারাটাই অব্যহত রাখতে চাই। ‘তুমি আমার মনের মানুষ’ ঈদের দিন সন্ধ্যায় চ্যানেল নাইনে এ প্রচার হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তানিন সুবহার ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’
ঈদে মোশাররফ করিমের সঙ্গে ৯ নাটকে তানহা তাসনিয়া
নিজেকে চেনাতে চান অভিনেত্রী শ্রেয়সী
তানভীরের ‘মৌনতার মন ভাঙে না
মাহফুজ ইসলামের ‘কপাল’ নাটকে আলিফ-জারা মনি
অ্যাওয়ার্ড পেলেন নৃত্য শিল্পী শেখ জাহিদের মা

আরও খবর