Header Border

ঢাকা, শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.৯৬°সে

মুক্তিযোদ্ধাদের স্মরণে গান ‘একাত্তরের বীর বাঙালি’

১৯৭১ সালের সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে তৈরি হয়েছে গান ‘একাত্তরের বীর বাঙালি’। টি আর মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে মিউজিক ভিডিও আকারে।

গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তৌহিদুর রহমান, রাকিব রাফি এবং শিহাব আশরাফুল। রাকিব রাফির কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন শিহাব আশরাফুল। চমৎকার ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।

‘একাত্তরের বীর বাঙালি’ গানটি সম্পর্কে গানের গীতিকার, সুরকার ও গায়ক রাকিব রাফি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা তাদেরকে স্মরণ করেই মূলত গানটি লেখা। সহজ সুন্দর কথা দিয়ে আমি সেই একাত্তরের বীর বাঙালিদের নিয়ে গানটি লেখার দুঃসাহস করেছি।

তাই একটু টেনশনে ছিলাম। তবে গানটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ভালো মন্তব্য শুনে খুব আনন্দ হচ্ছে।’

গানটি নিয়ে শিল্পী আকাশ মাহমুদ বলেন, ‘দেশাত্মবোধক গানের কাজ করার অনুভূতি সবসময়ই অন্যরকম। এত সুন্দর একটি কাজের সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে।আশা করি গানটি দেখলে এবং শুনলে সকলের মাঝে একটু হলেও দেশ প্রেম বাড়বে।’

‘একাত্তরের বীর বাঙালি’ গানটি নিয়ে তৌহিদুর রহমান বলেন, ‘বিজয় দিবস মানে শুধু আনন্দ নয়। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করাও এর অংশ। তাদের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই আমাদের গানটি করা হয়েছে।’

গানের সংগীত পরিচালক শিহাব আশরাফুল তার অনুভূতি জানিয়ে বলেন, ‘একাত্তরের যোদ্ধারা নিজ দেশের প্রতি ভালোবাসার তাগিদে চরম দুঃখ-কষ্ট দুর্দশার মাঝেও প্রাণপণ লড়ে গেছেন। দেশের স্বাধীনতা আনতে গিয়ে তারা জীবন দিয়েছেন। সেইসব মহান বীরদের স্মরণে এই গানের অংশ হতে পেরে আমি গর্বিত। গানটি সবাই পছন্দ করছেন। এটা আমার জন্য প্রেরণার।’

‘দেশের গান করা বরাবরের মতোই সম্মানজনক। যা আমাদের দেশের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ায়। অল্প সময়ের মধ্যে এই গানটি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি’- যোগ করেন গানটির ভিডিও নির্মাতা আশিক মাহমুদ।

টি আর মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে গানটি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাজের কথায় ঈদে এফ এ সুমন’র নতুন গান
প্রকাশ পেলো এস রুহুলের গান ‘নাটাই সুতায় ঘুড়ি’
প্রকাশ পেলো ‘টাকাই বড় ধন ভাঙ্গে রক্তের বাঁধন’
জসীমউদ্দিন আকাশের ‘ভালোবেসে ভুল করিলাম
সংগীতের মধ্যে বেচে থাকতে চাই : দিভিয়া আক্তার জেসমিন
তাসনিম সাদিয়ার গোপনে গোপনে

আরও খবর