Header Border

ঢাকা, বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

নতুন বছরে কণ্ঠশিল্পী সুরমী রয়ের ব্যস্ততা

তরুণ প্রজন্মের গায়িকা সুরমী রয়৷ নিজের সুনিপুণ গায়কী দিয়ে শোবিজে অধিষ্ঠিত হতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপন মহিমায়। সব সময়ই চেষ্টা করেন নতুন কিছু উপহার দেওয়ার। তারই ধারাবাহিকতায় নতুন বছরে বেশ কিছু কাজ নিয়ে আসছেন তিনি। নিজের মৌলিক গান অনামিকা; জানেমান; তুমি বিনে আমি বলো কি করে থাকি। এছাড়াও ম্যাশআপ গান নিয়ে তিনি আসছেন। তিনি জানান; করোনা মহামারী পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে উঠতে পেরে কাজে বেশ অগ্রগতি হয়েছে। গানের মানুষ গান নিয়েই বাকী জীবন কাটাতে চাই। মানসম্মত কাজ করে এগিয়ে যেতে চাই। এছাড়াও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাজের কথায় ঈদে এফ এ সুমন’র নতুন গান
প্রকাশ পেলো এস রুহুলের গান ‘নাটাই সুতায় ঘুড়ি’
প্রকাশ পেলো ‘টাকাই বড় ধন ভাঙ্গে রক্তের বাঁধন’
জসীমউদ্দিন আকাশের ‘ভালোবেসে ভুল করিলাম
সংগীতের মধ্যে বেচে থাকতে চাই : দিভিয়া আক্তার জেসমিন
তাসনিম সাদিয়ার গোপনে গোপনে

আরও খবর