Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৭.৯৬°সে

প্রথমবার বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন তানিশা খান

গতকাল ২২ জানুয়ারী ২০২২ (শনিবার) কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাবিসা অ্যাওয়ার্ড- ২০১৯-২০-২১। স্ব-স্ব অঙ্গনে কৃতিত্বের জন্য স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, নৃত্য, বিজ্ঞাপন, ও সাংবাদিকতার বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সেরা সঙ্গীত শিল্পী হিসেবে পুরস্কার লাভ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানিশা খান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ.ম রেজাউল করিম ও বলেন বিশেষ অতিথি কন্ঠশিল্পী মমতাজ বেগমের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন এই কন্ঠশিল্পী।

অনুভূতি প্রকাশ করে তানিশা খান বলেন, “বছরের ১ম স্বীকৃতি ‘বাবিসাস এওয়ার্ড’, ধন্যবাদ বাবিসাস জুড়ি বোর্ড আমাকে সেরা কন্ঠশিল্পী (ফোক) ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদানের জন্য। নিজের আইডলের হাত থেকে নিজের স্বীকৃতি গ্রহণ করার মত স্বার্থকতা এবং আনন্দের আর কি থাকতে পারে আমার জানা নেই। আমি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সকল সাংবাদিক ভাই এবং বন্ধুর কাছে কৃতজ্ঞ।”

উল্লেখ্য, বাবিসাস অ্যাওয়ার্ড প্রথমবার হলেও এর আগে তানিশা খান এজেএফবি অ্যাওয়ার্ড থেকে ২০১৬ সালে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হোন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাজের কথায় ঈদে এফ এ সুমন’র নতুন গান
প্রকাশ পেলো এস রুহুলের গান ‘নাটাই সুতায় ঘুড়ি’
প্রকাশ পেলো ‘টাকাই বড় ধন ভাঙ্গে রক্তের বাঁধন’
জসীমউদ্দিন আকাশের ‘ভালোবেসে ভুল করিলাম
সংগীতের মধ্যে বেচে থাকতে চাই : দিভিয়া আক্তার জেসমিন
তাসনিম সাদিয়ার গোপনে গোপনে

আরও খবর