Header Border

ঢাকা, শুক্রবার, ২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.৯৬°সে

স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রে পপি টিকলি

নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের শিশুতোষ চলচ্চিত্র ‘বিটিএস গার্ল’। এটি পরিচালনা করছেন নির্মাতা অনার্য মুর্শিদ। গত বৃহস্পতিবার এর ডেমো শুটিং হয়েছে। চলচ্চিত্রটির অ্যাক্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন নাট্যকার মামুনুর রশীদ। আফসানা চরিত্রে অভিনয় করবেন পপি টিকলি।

ডিওপি ও চিত্রগ্রহণের দায়িত্ব পালন করছেন মুজিবর রহমান খান। শব্দ পরিকল্পনায় রবিউল ইসলাম শশী। গান লিখেছেন কাজী আলিম-উজ-জামান। নির্মাতা অনার্য মুর্শিদ বলেন, ‘এ চলচ্চিত্রে বড়দের পাশাপাশি শিশুরাও কাজ করছে। তারা সবাই চলচ্চিত্রে নতুন মুখ। আমি নিজেও ন্যারেটিভ চলচ্চিত্রে নতুন। যে কারণে প্রথমে চলচ্চিত্রের অংশবিশেষের ডেমো নির্মাণ করছি।

২০২২ সালের শুরুতেই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারব বলে আশা করছি। আমাদের প্রত্যাশা, ভালো একটি চলচ্চিত্র দেখতে পাবেন দর্শক।’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে সিনেহাট এবং মোশন বাংলা। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সঙ্গে আছে উজান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দিলারা জামানের ভিন্নধর্মী শর্টফিল্ম কবরের টান
ফজলে রাব্বির নতুন ওয়েব ফিল্ম ‘দ্যা বিট’

আরও খবর