Header Border

ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৫.৯৬°সে

টাইগার মিডিয়ার ইউটিউবে সাজগোজ নিবেদিত শর্টফিল্ম ফেস্ট

বরাবরের মত এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে টাইগার মিডিয়া ব্যতিক্রম আয়োজন করেছে দর্শকদের জন্য। এবার তারা আয়োজন করেছে ‘সাজগোজ নিবেদিত শর্টফিল্ম ফেস্টভ্যাল’। এতে থাকছে ব্যতিক্রমধর্মী পাঁচটি গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্যগুলো হচ্ছে─ডাকনাম, দিয়া, নিষিদ্ধ, খুশবু, প্রথম প্রেমের বানান ভুল। এগুলো পর্যায়ক্রমে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

আলোক হাসান তানহা তাসনিয়া, আবদুল্লাহ আল সেন্টু, বাঁধন খান, শিখা মৌ, ফেতেমা হিরাকে নিয়ে নির্মাণ করেছেন ‘দিয়া’। এটি রচনা করেছেন এইচডি সিফাত হোসেন। এর ক্যামেরায় ছিলেন মহী শান্ত।

রুবেল আনুশের এর কাহিনি ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘খুশবু’। সংলাপ লিখেছেন রিজবি আলামিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্বাসশত দত্ত, আইশা খান, সাবিহা রিংকু, সালমান সানি। ক্যামেরায় ছিলেন রফিক মোহাম্মদ।

পার্থ শেখ, নওবা হোসাইন, সপ্না, মনা, হাসিবকে রুবেল আনুশ বানিয়েছেন ‘প্রথম প্রেমে বানান ভুল’। এটির গল্পও তার। সংলাপ রিজবি আলামিনের। ক্যামেরায় ছিলেন রফিক মোহাম্মদ। সংগীত পরিচালনায় জাহিদ আনন।

আরজে ভিকির রচনায় ‘নিষিদ্ধ’ নির্মাণ করেছেন আলোক হাসান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বী ও পূর্বা। ক্যামেরায় ছিলেন মহী শান্ত।

‘ডাকনাম’ এর কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুন মীম, সুমন রহমান, আরিফ হক, জামসেদ আলি। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার চয়ন। সংগীত পরিচালনা করেছেন আমির মোস্তফা খান।

শর্টফিল্ম ফেস্টভ্যাল নিয়ে সাজগোজের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফারহানা প্রীতি বলেন, আমরা সবসময় চেষ্টা করি ভালো কাজকে প্রমোট করতে। সে চেষ্টার অংশ হিসেবে ভালোবাসা দিবসের স্বল্পদৈর্ঘ্যগুলোর সঙ্গে যুক্ত হওয়া। আর আমরা সব সময় চেষ্টা করি বাংলা ভাষায় তৈরি মৌলিক কনটেন্টকে, ভালো কাজকে প্রমোট করতে। আশা করছি দর্শকরা কাজগুলো পছন্দ করবেন।

টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, আমরা প্রতি বছর ভালোবাসা দিবসে নানারকম কাজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করি। দর্শকরা সেগুলো পছন্দও করেছেন। আশা করছি আমাদের এবারের কাজগুলোও দর্শকরা অনেক পছন্দ করবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দিলারা জামানের ভিন্নধর্মী শর্টফিল্ম কবরের টান
স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রে পপি টিকলি
ফজলে রাব্বির নতুন ওয়েব ফিল্ম ‘দ্যা বিট’

আরও খবর