Header Border

ঢাকা, শুক্রবার, ২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.৯৬°সে

দিলারা জামানের ভিন্নধর্মী শর্টফিল্ম কবরের টান

অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে নির্মিত হলো ভিন্নধর্মী শর্টফিল্ম ‘কবরের টান’। শর্টফিল্মটিতে একজন দু:খীনী মায়ের চরিত্র রূপায়িত করেছেন তিনি। এসকে সুমনের গল্প ও পরিচালনায় শর্টফিল্মটিতে দিলারা জামান ছাড়াও অভিনয় করেছেন আহমেদ রাজন, তামান্না আজমীর, তারেক মাহমুদ প্রমুখ। ২৩ মিনিট দৈর্ঘ্যরে এই শর্টফিল্মটিতে একজন মায়ের বঞ্চনা ও সন্তানের আত্মেপলব্ধির বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শর্টফিল্মটি প্রসঙ্গে নাট্যাভিনেতা আহমেদ রাজন বলেন, ‘এরকম একটি গল্পে অভিনয় করতে পেরে দারুন লেগেছে। বিশেষ করে দিলারা জামানের মতো একজন কিংবদন্তীর সঙ্গে স্ক্রীন শেয়ার করতে পারাটা সত্যি অনন্য।’ এই শর্টফিল্মটি সিনেবক্স ডিলাইটের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রে পপি টিকলি
ফজলে রাব্বির নতুন ওয়েব ফিল্ম ‘দ্যা বিট’

আরও খবর