Header Border

ঢাকা, শনিবার, ২৭শে নভেম্বর, ২০২১ ইং | ১২ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

প্রকাশ পাবে নওমি খানে’র ‘প্রেম বাজার ডট কম’

সম্প্রতি গাজীপুর উলুখোলায় স্বপ্নের ঠিকানা রিসোর্টে নির্মিত হলো “প্রেম বাজার ডট কম” শিরোনামের মিউজিক ভিডিও।গানটি লিখেছেন মো: রফিকুল ইসলাম ফুয়াদ, সুর মাহফুজ ইমরান, সঙ্গীত আয়োজনে মুশফিক লিটু। গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী ফারদিন খান ও ইসরাত জাহান জুঁই। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা শামীম নিদ্রা। “প্রেম বাজার ডট কম” মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন নওমী খান। বিপরীত কাজ করেছেন মডেল কে এম সাঈদ নিলয়। গানটি কোরিওগ্রাফি করেছেন এন আর রুবেল। ভিডিও চিত্রায়নে সোহেল খান এবং রুপসজ্জায় মুন্না।

মডেল ও অভিনেত্রী নওমী খান বলেন, “প্রেম বাজার ডট কম” অনেক সুন্দর একটি নাচের গান। গানটি করে খুব ভালো লেগেছে।মডেল নিলয়ের সাথে আমার প্রথম কাজ। আশা করছি দর্শকের ভালো লাগবে।

পরিচালক “শামীম নিদ্রা” বলেন, মডেল নওমীর সাথে আমার ২য় কাজ। অসাধারণ একটি নাচের গান নওমি ও নিলয়ের রসায়ন দারুন হয়ছে। বিশেষ করে ওদের এক্সপ্রেশন ও কাজের প্রতি আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আমরা অনেক পরিশ্রম করে মিউজিক ভিডিওটি করছি। আশা করি দর্শকের ভালো লাগবে। খুব শীঘ্রই “শুদ্ধতা ইউটিউব চ্যানেল” এ প্রকাশ হবে এই মিউজিক ভিডিওটি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভালোবাসা সে কি মিলবে না’তে প্রশংসিত রিপন খান
‘দিলে বড় জ্বালা’ উজিক্যাল ফিল্মে রিপন খান
কুমার বিশ্বজিৎ ‘প্রেমের মন্ত্র’ গানে মডেল ইম্তু – তন্নী
মুক্তি পেল রুপসার ‘বলরে পাখি’
প্রিন্স মামুনকে নিয়ে দীপু রায়হানের আবার নতুন করে (ভিডিও)
পুজায় আসছে এমি’র ‘তুমি ছাড়া একা’

আরও খবর