Header Border

ঢাকা, বুধবার, ২০শে অক্টোবর, ২০২১ ইং | ৪ঠা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৮.৯৬°সে

আজ সামিনা বাশার’এর শুভ জন্মদিন

মডেল-অভিনেত্রী সামিনা বাশার। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। সামিনা বেড়ে উঠেছেন খুলনায় কিন্তু পড়াশোনা করেছেন ভারতের চণ্ডিগড় ইউনিভার্সিটিতে। শুরুটা শিশুশিল্পী হিসেবে। এরপর নাটক-চলচ্চিত্রে কাজ করেন। এরই মধ্যে সামিনা নাটকে কাজ করে নিজেকে মেলে ধরেছেন। শেষ করেছেন আসন্ন ঈদের বেশ কিছু নাটকের কাজ। মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে সামিনা অভিনীত তারকাবহুল ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। এরই মধ্যে নাটকটি পঞ্চশ পর্বের অধিক প্রচার হয়েছে। এটি নির্মাণ করেছেন অভিনেতা-নির্মাতা শামীম জামান। ১৭ জুন ধারাবাহিকটির নতুন পর্বের শূটিংয়ে অংশ নিয়েছেন সামিনা বাশার। এদিকে আজ (২৪ জুন) এই অভিনেত্রীর জন্মদিন। জানা গেছে, আজ সন্ধ্যায় কাছের মানুষের নিয়ে রাজধানীর একটি রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন।

সামিনা বাশার বলেন, ‘বাবা চেয়েছিলেন ব্যাংকার হই তবে মিডিয়াকে ভালোবেসে বেছে নেই। প্রথমে বাসায় কাজের ব্যাপারে অনীহা থাকলেও এখন পরিবারের পুরো সার্পোট আছে। এখন বেছে বেছে কাজ করছি। সংখ্যায় নয় মানে বিশ্বাসী। কাজের সংখ্যা না বাড়িয়ে ভালো কিছু কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।’ সামিনা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সুন্দরবনে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত দীপংকর দীপন এর তারকাবহুল চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তৌসিফ ও ফারিনের নাটকে গান করলেন সুধা
শুক্রবার রাত ৮টায় মাহফুজের ‘লুডু মাষ্টার’
অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে চান ফারজানা মিথিয়া
অভিনেত্রী অপ্সরা’র পথচলা
প্রশংসিত সজলের ঈদের নাটক দ্য টিচার
প্রসংশা কুঁড়াচ্ছে তাহসান, সাবিলা নূর’র ‘পারাপার

আরও খবর