Header Border

ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

সমাহার বিনোদন নিয়ে ‘বাসা ভাড়া’

সম্প্রতি রাজধানীর উত্তরার শুটিং হাউসে চিত্রায়ণ সম্পূর্ণ হয়েছে একক নাটক ‘বাসা ভাড়া’। শেকড় মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু এবং রচয়িতায় ছিলেন ফারুক আহমেদ রানা।

নাটকটিতে অভিনয় করেছেন শাহরিয়ার নেওয়াজ জনি, সেলিনা আফ্রি, সিয়াম নাসির, সুহাসিনী সুহা, প্রান্ত ইসলাম, শায়লা সুলতানা সাথী, এইচ কে স্বাধীন, শাহরিয়ার প্রিন্স, কমেডি কিং হারুন রশিদ সহ আরো অনেকেই।

গল্পে দেখা যায়, গ্রাম থেকে আগত তিন ব্যাচেলর বন্ধু শহরে এসে তাদের এক বন্ধুর বাসায় ওঠার কথা থাকলেও সেই বন্ধু তাদের গ্রহণ করতে আসে না। কোনো উপায় না পেয়ে তিন বন্ধু নেমে পড়ে একটি বাসা ভাড়া নেওয়ার জন্য। অবশেষে বাসা ভাড়া পায় তারা। তারপর ছন্নছাড়া তিন বান্ধবীও তাদের বাসার ভিন্ন একটি ইউনিট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তারপরই ঘটতে থাকে নানা ঘটনা।

পরিচালক আতিফ আসলাম বাবলু বলেন, এটি আমার পরিচালনায় ষষ্ঠতম নাটক। এবার নিজের সেরাটা দিয়ে নতুন কিছু নিয়ে হাজির হতে যাচ্ছি। সবমিলিয়ে সামনে ভালো কিছু করতে চাই দর্শকদের জন্য। সকলের কাছে দোয়া প্রার্থী যেন গুনগত মানের কাজ উপহার দিতে পারি।

উল্লেখ্য, সুপার কমেডি ‘বাসা ভাড়া’ নাটকটি ২৬ জুন (শনিবার) রাত ৮ টায় চ্যানেল নাইন এর পর্দায় সম্প্রচার করা হবে। পরবর্তীতে শেকড় মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে অফিশিয়ালি অবমুক্তি দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদে মোশাররফ করিমের সঙ্গে ৯ নাটকে তানহা তাসনিয়া
নিজেকে চেনাতে চান অভিনেত্রী শ্রেয়সী
তানভীরের ‘মৌনতার মন ভাঙে না
মাহফুজ ইসলামের ‘কপাল’ নাটকে আলিফ-জারা মনি
অ্যাওয়ার্ড পেলেন নৃত্য শিল্পী শেখ জাহিদের মা
মেদ কমানোর মেশিন উদ্বোধন করলেন একঝাঁক তারকা

আরও খবর