Header Border

ঢাকা, বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ ইং | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৩.৯৬°সে

অভিনেত্রী অপ্সরা’র পথচলা

ছোটবেলা থেকেই শোবিজ অঙ্গনে কাজ করার প্রবল ইচ্ছে ছিল মডেল ও অভিনেত্রী অপ্সরার।অভিনেত্রী শাবনূরের অভিনয় দেখে মিডিয়াতে কাজ করার অনুপ্রেরণা পান। বিজ্ঞাপণ ও একক নাটক “কিডন্যাপ” দিয়ে শোবিজে পা রাখেন তিনি। নিজেকে শক্ত একটা অবস্থানে দেখতে চান। পরিবারের সহযোগীতা প্রসঙ্গে তিনি জানান; পরিবারে মা একমাত্র রাজি ছিলেন৷ পরবর্তীকালে বাবাও এখন চান মিডিয়াতে কাজ করি। তাই পরিবারের সহযোগীতা পাচ্ছি। নতুনদের কাজ করা প্রসঙ্গে তিনি বলেন; নতুনরা পেশা হিসেবে গ্রহণ করতে চাইলে তাদেরকে অবশ্যই নাচ; অভিনয় শিখে এমনকি গ্রুমিং করে এগিয়ে আসা উচিত৷ পড়াশোনা প্রসঙ্গে তিনি জানান; ইন্টার ফাইনাল ইয়ারে পড়ছি। করোনার কারণে পড়াশোনা থমকে আছে৷ প্রিয় রঙের তালিকায় রয়েছে সাদা; কালো; ফিরোজা এসব৷ এছাড়া প্রিয় অভিনেতা সালমান শাহ; অভিনেত্রী শাবনূর৷ অবসর সময়ে তিনি ঘুরতে পছন্দ করেন এবং প্রচুর শপিং করতে পছন্দ করেন। তার উল্লেখযোগ্য কাজ- নাগরিকের সিরিয়াল কিলার; পৃথিবী তোমার আমার প্রভৃতি।মিডিয়াতে অভিনয়ে না আসলে ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছে ছিল। মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান ; ছোটপর্দায় ভালো একটা অবস্থান তৈরী করতে চাই৷ ভালো অভিনয় দিয়ে দর্শকদের মনে রাণী হয়ে থাকতে চান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তানিন সুবহার ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’
ঈদে মোশাররফ করিমের সঙ্গে ৯ নাটকে তানহা তাসনিয়া
নিজেকে চেনাতে চান অভিনেত্রী শ্রেয়সী
তানভীরের ‘মৌনতার মন ভাঙে না
মাহফুজ ইসলামের ‘কপাল’ নাটকে আলিফ-জারা মনি
অ্যাওয়ার্ড পেলেন নৃত্য শিল্পী শেখ জাহিদের মা

আরও খবর