Header Border

ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৭.৯৬°সে

প্রশংসিত সজলের ঈদের নাটক দ্য টিচার

ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেতা আব্দুন নূর সজল। ঈদে শতাধিক প্রকাশিত নাটকের ভিড়ে পরিচালক বান্নাহর ‘দ্যা টিচার’ নাটকটি ব্যাপক ফেলেছে দর্শক মহলে। পাশাপাশি অর্জন করছে ভূয়সী প্রশংসা। ইউটিউব থেকে নাটকটি দেখে ইতিবাচক মন্তব্য করছেন হাজার-হাজার দর্শক।তারা তাদের অনুভূতি লিখছেন কমেন্ট বক্সে যা চোখ এড়ায়নি।এতে একজন শিক্ষকের ভুমিকায় অভিনয়ে সজলও দারুণ প্রশংসা পাচ্ছে দর্শকের কাছে।

এ প্রসঙ্গে সজল বলেন, ‘প্রতিটি মানুষের সুন্দর জীবনের পিছনে হাত রয়েছে শিক্ষকের। একজন শিক্ষকের শিক্ষাই কিন্তু আমরা আলোকিত হই। তারা যদি আমাদের ছোট বেলায় ভালো ভাবে পড়ালেখা না করাতেন তাহলে আমরা আজকের অবস্থান তৈরি করতে পাড়তাম না। ভালো চাকরি কিংবা ভালো ভাবে সমাজে বসবাস করতে পারতাম না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিনেতা-অভিনেত্রী কিংবা আইনজীবি সব ক্ষেত্রে নেপথ্যের কারিগর শিক্ষক।’

প্রতিটি মানুষের ক্যারিয়ার বিকাশে শিক্ষকের ভূমিকা অতুলনীয় উল্লেখ করে এ অভিনেতা বলেন, ‘শিক্ষকের এই ভূমিকা আমরা কখনো উপলব্ধি করি না। গল্পটি যখন শুনি তখন ভীষণ ভালো লাগে। এমন একজন শিক্ষককে আমার জীবনে পেয়েছিলাম। তাকে আমি মামা বলে ডাকতাম। হাতের লেখা থেকে শুরু করে বিবিএ পর্যন্ত তিনি আমার পাশে ছিলেন।’

তিনি বলেন, ‘আমার ওই শিক্ষক মামাকে উৎসর্গ করে কাজটি করেছি। আমার ক্যারিয়ারে তার অপরিসীম অবদান রয়েছে। আমি তার মতো করে চরিত্রটি ধারণ করার চেষ্টা করেছি। বার্ষিক পরীক্ষার সময় আমি রেজাল্ট ভালো করলে মামা আমাকে নাটক দেখতে নিয়ে যেতেন। সেই লোভেও পরীক্ষায় রেজাল্ট ভালো করতাম।’

যোগ করে সজল বলেন, ‘দর্শক নাটকটি দেখে তাদের ভালোলাগা জানাচ্ছেন। ভীষণ সাড়া পাচ্ছি। সহকর্মীরাও কাজটি দেখে খুব প্রশংসা করছেন। সবাই পজিটিভ ভাবে নিয়েছে। এতো ভারি একটি গল্প ঈদের সময় মানুষ পছন্দ করতে পারে সেটা ‘দ্য টিচার’ না দেখলে বুঝতাম না।

‘দ্যা টিচার’ নাটকটিতে সজল ছাড়াও আরও অভিনয় করেছেন।‘ফুড ব্লগার’ হিসেবে পরিচিতি পাওয়া ইফতেখার রাফসান, টিকটক তারকা অনামিকা ঐশী প্রমুখ।

‘দ্যা টিচার’ ঈদুল আজহা উপলক্ষে নির্মিত নাটকটি (২৫ জুলাই) এনটিভির ইউটিউবে প্রাচার হয়। ছয় দিনের মধ্যেই প্রায় ১৫ লাখ ভিউ হয় নাটকটি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তানিন সুবহার ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’
ঈদে মোশাররফ করিমের সঙ্গে ৯ নাটকে তানহা তাসনিয়া
নিজেকে চেনাতে চান অভিনেত্রী শ্রেয়সী
তানভীরের ‘মৌনতার মন ভাঙে না
মাহফুজ ইসলামের ‘কপাল’ নাটকে আলিফ-জারা মনি
অ্যাওয়ার্ড পেলেন নৃত্য শিল্পী শেখ জাহিদের মা

আরও খবর