ফেনী সরকারি পাইলট মাঠ,
আয়োজনে ফেনী পৌর আওয়ামী লীগ।
স্বাধীনতার ৫০ বছর এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জমকালো সাংস্কৃতিক আয়োজন করেছে স্থানীয় মেয়র।
ফেনী শহরের এই হাজার হাজার দর্শকের সমাগম শেষ হলো সাংস্কৃতিক অনুষ্ঠানটি।
এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক ফিরে পেল চিরচেনা জুটি মৌসুমী এবং ওমর সানিকে। মৌসুমী ওমর সানির জনপ্রিয় কয়েকটি গানের সাথে পারফরম্যান্স করে তাক লাগিয়ে দেন দর্শককে।
গানগুলোর মধ্যে ১/ চারিদিকে শুধু তুমি ও মৌসুমি, ২/ আমার মনের ময়ূরী আয়রে, ৩/ তুমি বগুড়ার চমচম নাটোরের দই, ৪/ খাইরুন সুন্দরী, ৫/ তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, ৬/ আকাশেতে লক্ষ তারা, এবং সর্বশেষে জয় বাংলা বাংলার জয গানটা দিয়ে পারফরম্যান্স শেষ হয়।
এই অনুষ্ঠানে মৌসুমী-ওমরসানী ছাড়াও আরো একটি তাক লাগানো পারফরম্যান্স করেন জনপ্রিয় জুটি ফেরদৌস এবং পূর্ণিমা
তাদের গানের কথাগুলো হচ্ছে, ১/ আই এম লাভার বয়, ২/ আকাশে বাতাসে চল সাথী উড়ে চল, ৩/ বেয়াইনসাব, ৪/ সাম্পানওয়ালা এবং বুক চিন চিন করছে হায় মন তোমায় পেতে চায়।
এই অনুষ্ঠানটি পুরো কোরিওগ্রাফি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং জনপ্রিয় কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ,
সাথে ছিল সোহাগ ডান্স ট্রুপ এর এক ঝাঁক নৃত্যশিল্পী।