Header Border

ঢাকা, রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ ইং | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২০°সে

ভাসাবীর প্রতিষ্ঠাবার্ষিকীতে তারারমেলা

রাজধানীর স্বনামখ্যাত ফ্যাশন হাউজ ভাসাভি’র ১৬ বছর পূর্তি উৎসবে জমেছিলো তারারমেলা। এমনিতেই ভাসাবী’র গ্রাহকদের একটা বড় অংশ দেশের সেলিব্রেটিরাা। তাই ফুল হাতে শুভেচ্ছা আর অভিনন্দন জানাতে শনিবার ইফতারের পর একে একে ভাসাভী’র গুলশান -১ শোরুমে আসতে থাকেন মিডিয়া সংশ্লিষ্টসহ রাজীনিতিক এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। কেক কেটে ১৬তম বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- ইলিয়াস কাঞ্চন, নিপুন আখতার, শুভ্রদেব, আঁখি আলমগীর, ইমন, নীরব, সাইমন, কেয়া, ধ্র“ব গুহ, ফারহানা নিশো, নদী, আরো অনেকেই। পুরোদস্তুর ব্যবসায়ী হল্ওে ভাসাভী’র ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা নিজেও একজন সংস্কৃতিমনা মানুষ। দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের একজন জনক তিনি। রাজধানীর বিভিন্ন ক্লাবে আয়োজিত ভাসাভী’র নিয়মিত ফ্যাশন শো গুলোতে সব সময়ই জমে তারাদের মেলা।

ভাসাভী’র ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আগত সকলকে শুভেচ্ছা ্ও ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা বলেন, ভাসাভী সব সময় তার গ্রাহকদের কথা বিবেচনা করে পোশাকের সমারোহ করে আসছে। ফলে সাফল্যের সংগেই এগিয়েছে সবসময়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি ঘোষণা দেন তার আগামী ইভেন্টের। ঈদের পর ২৬ মে বৃহস্পতিবার গুলশানের ওয়েস্টিন হোটেল গ্রান্ড বলরুমে ভাসাভী আয়োজন করতে যাচ্ছে জাঁকজমক গালা ফ্যাশন শো। যেখানে বাংলাদেশ এবং মুম্বাইয়ের সেলিব্রেটিরা অংশ নেবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চলচ্চিত্রের পর্দা থেকে বাস্তবের লড়াইয়ে চিত্রনায়ক ও ইঞ্জিনিয়ার মুন্না
চিত্রনায়িকা আন্না’র হাত ধরে ‘তুবা বেবি প্রোডাক্ট’ উদ্বোধন
মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন
অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে উদ্যোক্তা তনিকে লিগ্যাল নোটিশ
মিরর ম্যাগাজিন আয়োজিত ঈদুল আযহা মেলা
হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিআরপি’র সদস্য সচিব তৌহিদুলের সংবাদ সম্মেলন

আরও খবর