Header Border

ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

জমকালো আয়োজনে “ছমবূন” এর শুভ উদ্বোধন

গেল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে যাত্রা শুরু করলো
‘SomBoon’ রেস্তোরাঁ। তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে নতুন এই রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‘SomBoon’ রেস্তোরাঁয় কন্টিনেটাল, থাই ফুডসহ বাহারি খাবারের আয়োজন থাকছে।

‘SomBoon’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অপুস্থিত ছিলেন সুমবুন এর চেয়ারম্যান সৈয়দ মাহামুদুল হাসান, ম্যানেজিং ডিরেক্টরের সৈয়দ ইসহাক মিয়া, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহামুদুল হাসান,বিশেষ অতিথি সোলাইমান সুখন, (শিশু শিল্পী) মিশকাত মাহামুদ মেহেরিমা, কনটেন্ট ক্রিয়েটর মাসুম বিল্লাহ এবং শেফ: মাইকেল গোমেজ।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, রাবেয়া আক্তার আদিবা জুনিয়র এক্সিকিউটিভ – ব্রান্ডিং এন্ড মার্কেটিং।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈশ্বরদী গ্রীণসিটিতে ফ্যাশন ব্রান্ড বিটুর আউটলেট উদ্বোধন
ভাসাবীর প্রতিষ্ঠাবার্ষিকীতে তারারমেলা
তরুণ উদ্যোক্তা মো: ইমাম হোসেন রনির সাফল্য
গোলাপ কুঁড়ি যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে চাইনিজ রান্না ও বিউটিফিকেশন কোর্স
ঢাকা ললিতকলা একাডেমি পুরস্কার পেলেন ডন
ডিজিটাল মার্কেটিং এ একধাপ এগিয়ে ‘ইউনিক টেক বিডি’

আরও খবর