Header Border

ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৯৬°সে

চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রথম দিন মুন্নার ‘ভাগ্য’

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পায় মাহবুবুর রশীদ পরিচালিত সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ছবি ‘ভাগ্য’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না এবং নায়িকা নিপুণ আক্তার। সিনেমাটি মুক্তির পর দেশের প্রত্যেকটা সিনেমাহলে উপচেপড়া দর্শকের ভিড় দেখা দেয়। এবার সাড়াজাগানো সিনেমাটি ঈদে দেখা যাবে টেলিভিশন পর্দায়।

‘ভাগ্য’ সিনেমাটি দর্শক ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার দেখতে পারবেন।

অজানাকে জানা, দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’ সিনেমাটি। হালিমা কথাচিত্রের ব্যানারে এতে আরো অভিনয় অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ।

সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মো. মাহবুবুর রশিদ। ছবির গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, দিনাত জাহান মুন্নী, স্মরণ, কাজী শুভ, সুস্মিতা সাহা। সঙ্গীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিবাহিত জীবনের ১২ বছর পূর্ণ করলেন অনন্ত-বর্ষা
চলচ্চিত্রের গানে প্রথমবার রুবেল খন্দকার
কিলহিম- ২ সিনেমার সাথে যুক্ত হলেন শাহ্ আলম
আজ দেশব্যাপি মুক্তি পেলো ফুলজান
গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা
২ জুন প্রেক্ষাগৃহে আসছে বিলাশ খানের সুলতানপুর

আরও খবর