Header Border

ঢাকা, মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

অংকনের কণ্ঠে লালন শাহের ‘আশা পূর্ণ হলো না’

এ প্রজন্মের লালন সংগীতশিল্পী অংকন ইয়াসমিন। করোনাভাইরাসের প্রকোপে মুক্তমঞ্চে স্টেজ শো বন্ধ থাকার কারণে অনেকের মতো এ শিল্পীও অনেকটা বেকার। তবে সংগীতচর্চা এবং অডিওতে গান করে যাচ্ছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় সম্প্রতি লালনের একটি গান নতুন সংগীতায়োজনে নিজের কণ্ঠে তুলেছেন এ সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘আশা পূর্ণ হলো না’। জুয়েল মোরশেদের পরিকল্পনায় পার্থ মজুমদারের নতুন সংগীতায়োজনে গানটি তৈরি হয়েছে।

এ গান প্রসঙ্গে অংকন গণমাধ্যমকে বলেন, ‘লালন সাঁইজির এ গানটি নতুন সংগীতায়োজনে নিজের কণ্ঠে তুলে নিতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জুয়েল মোরশেদ ভাইয়ের প্রতি। আন্তরিক কৃতজ্ঞতা পার্থ দাদার প্রতি। কারণ গানটির ফিউশন নতুনভাবে করা হয়েছে। আশা করছি, শ্রোতা-দর্শকেরও ভালো লাগবে।’

এদিকে সামান সাত্ত্বিকের কথায় শফি মন্ডলের সুরে একটি নতুন মৌলিক গান গেয়েছেন অংকন। তার নিজেরই গাওয়া ‘দেবর ভাবি’ শিরোনামের আরেকটি গানের সিক্যুয়াল এবারের ঈদে প্রকাশ হবে বলে জানিয়েছেন তিনি। এ গানটি লিখেছেন অনুরূপ আইচ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তানভীরের ‘মৌনতার মন ভাঙে না
মাহফুজ ইসলামের ‘কপাল’ নাটকে আলিফ-জারা মনি
দীপান্বিতা রায় পরিচালিত নাটক ‘বিপতে পড়ে বিয়ে’
বীরাঙ্গনা মায়ের ত্যাগের গল্প ‘বাংলার মা জননী’
ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর
শিল্পকলায় উদীচী’র নাটক “রাজনৈতিক হত্যা”

আরও খবর