বাংলাদেশ ফিল্ম ক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো গত ৫ ফেব্রুয়ারি। নির্বাচনের প্রস্তুতির মধ্যেই নির্বাচন স্থগিত চেয়ে আদেশ দিয়েছেন আদালত। ফিল্ম ক্লাবের জটিলতা কাটাতে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি।
নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রযোজক শামসুল আলমকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছে প্রযোজক এমডি ইকবাল। সদস্য হিসেবে আছেন চিত্রনায়ক অমিত হাসান, প্রযোজক মেহেদী হাসান মুনীর ও নাদিম।
এ বিষয়টি নিশ্চিত করে এমডি ইকবাল বলেন, ‘খবরটি সত্য। গতকাল ৯ ফেব্রুয়ারী রাত ৮টায় কমিটি গঠন করা হয়েছে সবার সম্মতিক্রমে। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই কমিটি ফিল্ম ক্লাবের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবো।’
ফিল্ম ক্লাবের সদস্য শ্যামল চন্দ্র দাসের আবেদনের প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারী ঢাকা জেলা আদালতের জজ নির্বাচন স্থগিতের আদেশ দেন। অস্থায়ী এই স্থগিতাদেশে বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের কার্যক্রম আগামী ২৯ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।