Header Border

ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

আজ প্রচার হবে সাব্বির আহমেদ’র ‘টি বয়’

আজ শনিবার (১০ জুলাই) রাত ৮ টায় চ্যানেল নাইনে প্রচার হবে একক নাটক ‘টি বয়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তন্ময় খান।চিত্রগ্রহনঃ এস কে সুমন ও জয় আকাশ, রুপসজ্জা- জামাল, আলোকসজ্জা- বশির সম্পাদনা- মিলন খান। নাটকটি প্রযোজনা করেছেন সোহেল খান ও আবুল হোসেন। পরিবেশনায় করছেন মার্কেটার্স।

নাটকটিতে গল্পে দেখা যাবে – গ্রাম থেকে আসা জামিল একটি শুটিং ইউনিটে প্রডাকশন ম্যানেজার হিসাবে কাজ করে। তিনি গ্রামের একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছে। তার বউ জানে সে শুটিং এ কাজ করে এজন্য তার বউ এর গ্রামে একটা প্রভাব আছে। জামিলের শহরের মেসে একদিন গ্রাম থেকে একজন বন্ধু আসে। জামিল কে বলে সে শুটিং দেখতে যাবে জামিল তাকে নেয়না কারন নতুন মানুষ কাকে কি বলে একটা সম্যাসা হতে পারে তাই তাকে নিতে রাজি হয় না। বন্ধুটি রাগ করে গ্রামে চলে যায় এবং গ্রামের সবাইকে একটা মিথ্যা কথা বলে যে জামিল শহরে ফ্লাক্সে হেটে হেটে চা বিক্রি করে। এ খবর জামিলের বউ এর কাছে যায় সে খুব কষ্ট পায়। কারন সে জান্ত তার স্বামী একজন প্রডাকশন ম্যানেজার।আর মেয়েটি এ নিয়ে গর্ব করে। জামিলের শুটিং প্যাকাপ হলে সে গ্রামে আসে কয়দিন পর। বাজারে পৌছানো মাত্র তাকে সবাই চা বিক্রেতা বলে চ্যাতায়। জামিল বাড়িতে গিয়ে দেখে তার বউ বাপের বাড়ি চলে গেছে।তারপর দেখতে চোখ রাখতে চ্যানেল নাইনের পর্দায়।

এ নাটক প্রসঙ্গে অভিনেতা সাব্বির আহমেদ বলেন,
এই প্রথম প্রোডাকশন ম্যানেজারের চরিত্রে কাজ করলাম কিন্তু গ্রামের সবাই আমাকে ‘টি বয়’ বলে ডাকে।।যাদের পরিশ্রম ও সহযোগিতায় ছাড়া আমরা শুটিং করতে পারিনা।তাদের চরিত্রে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আমাদের পরিচালক ও সহ শিল্পির সবাই খুব আন্তরিক ছিল।আমার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মিষ্টি জাহান।দুজনের ক্যামিষ্টিটা ভালো ছিলো। আমি আশাবাদী দর্শকদের ভালো লাগবে।
এছাড়া এ নাটকে অভিনয় করেছেন- মৌমিতা,বিনয় ভদ্র, আশরাফ কবির, শামীম আহম্মেদ, শাহরুখ নয়ন,মিলন চৌধুরী, রাহুল রাজু, পূজা চক্রবর্তি, আরো অনেকে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অ্যাওয়ার্ড পেলেন নৃত্য শিল্পী শেখ জাহিদের মা
মেদ কমানোর মেশিন উদ্বোধন করলেন একঝাঁক তারকা
ঈদে এসএ টিভিতে ‘কানামাছি’
অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই
প্রথমবার বাবা হলেন অভিনেতা সনি রহমান
সোস্যাল এক্সপেরিমেন্টাল ভিডিওটি ভাইরাল

আরও খবর