Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

দিপু হাজরা’র ঈদের বিশেষ নাটক “পরাণের মানুষ”

এনটিভির ঈদের বিশেষ নাটক “পরাণের মানুষ” প্রচারিত হবে আগামীকাল (ঈদের ৭ম দিন) রাত ১১টায়। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরীয়ার, পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, বৈদ্যনাথ সাহা রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, এস এইচ সুমন প্রমুখ।

সমুদ্রের জেলে বিধু আর মালার একমাত্র মেয়ে কিরন। বাপ এখন বেচে নেই। মালা তার মেয়েকে স্কুলে পড়িয়েছে। কিরন দেখতে একটু আলাদা। কিরনের সঙ্গে উমন নামের একটা ছেলের খুব ভাব আছে। উমন কাজ করে স্থানীয় এক আড়তে। উমন একদিন একটা অদ্ভূত খবর নিয়ে আসে। ঢাকা থেকে কারা যেনো এসেছে কিরনের খোজে। তখনই আমরা জানতে পারি কিরন মালার মেয়ে নয়। অনেক বছর আগে সমূদের পাড়ে কিরনকে খুজে পায় নিঃস্তান জেলে দম্পতি। তারপর থেকে কিরন এদের কাছেই বড় হয়। এতো বছর পর কাকতালিয় ভাবে কিরনের আসল বাবা তাদের মেয়ের খোজ পান। কিরনকে সঙ্গে নিতে চান। কিরন যেতে চায় না। কিরন রিসর্টে এসে বাবার কাছ থাকে কয়েকটা দিন। উমন রোজ এসে কিরনের সঙ্গে দ্যাখা করে। বাবা কিরনকে বুঝাতে চেষ্টা করে। ঢাকায় নিয়ে কলেজে ভর্তি করাবে বলে। এমন গল্প নিয়েই এগিয়ে চলে ঈদের বিশেষ নাটক “পরাণের মানুষ” নাটকের গল্প। নাটকটি রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে কক্সবাজারের শুটকি পল্লী সহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ীত হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বীরাঙ্গনা মায়ের ত্যাগের গল্প ‘বাংলার মা জননী’
ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর
শিল্পকলায় উদীচী’র নাটক “রাজনৈতিক হত্যা”
ঈদের ৭ পর্বের নাটক ‘ভাই খুব সেনসেটিভ’
আসছে নতুন ধারাবাহিক ‘হাফ মেন্টাল পাড়া’
শনিবার থেকে একুশে টিভিতে মহসিন রনি’র ‘নাট বল্টু’

আরও খবর