Header Border

ঢাকা, বুধবার, ৩১শে মে, ২০২৩ ইং | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৫.৯৬°সে

দোলাচল-এ প্রশংসিত সজল

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ড্রামা ‘দোলাচল’। এটির গল্প লিখেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। এর গল্প সম্পর্কে পরিচালক বলেন, আসিফ সাত বছর পর নিউইয়র্ক থেকে দেশে ফিরে জানতে পারে, ওর বিয়ের জন্য মেয়ে দেখছেন মা। কিন্তু এক অজানা কারণে আসিফ বলতে পারে না, নিউইয়র্কে নিতুর সঙ্গে প্রেম করে সে। তাকেই বিয়ে করতে চায়। এদিকে হঠাৎ আসিফের সামনে এসে দাঁড়ায় তার সাত বছর আগের প্রেমিকা মৌ। এই মৌয়ের কারণে সে এতদিন দেশ ছাড়া ছিল। কলেজে পড়া অবস্থায় হঠাৎ করে ঝোকের মাথায় তারা বিয়ে করেছিল। কিন্তু কয়েক দিনের মাথায় কোন এক অজানা কারণে মৌ আসিফকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এক বন্ধুর মাধ্যমে। এখান থেকেই আসিফ, মৌ, নিতু- এই তিনজনের ভালবাসার জটিলতার গল্প শুরু হয়। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে ড্রামাটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এটি উন্মুক্ত হওয়ার পর বেশ প্রশংসিত হয়েছে অভিনেতা সজলের অভিনয়-

নুসরাত জাহান- সজল ভাইয়া আপনাকে “দোলাচল ” এ একদম ভিন্নভাবে দেখতে পেলাম। দেখে মুগ্ধ হলাম

মাহমুদুল হাসান সান- দোলাচল সুন্দর একটি ফিকশন৷

আবিদ হোসেন- সিনেমাটি দেখেছি। দারুণ ছিলো।

ওয়েব ড্রামা ‘দোলাচল’-এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, অপর্ণা ঘোষ ও কাজী নওশাবা আহমেদ। আরও আছেন রাকিব হাসান বাপ্পী এবং শম্পা রেজা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অ্যাওয়ার্ড পেলেন নৃত্য শিল্পী শেখ জাহিদের মা
মেদ কমানোর মেশিন উদ্বোধন করলেন একঝাঁক তারকা
ঈদে এসএ টিভিতে ‘কানামাছি’
অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই
প্রথমবার বাবা হলেন অভিনেতা সনি রহমান
সোস্যাল এক্সপেরিমেন্টাল ভিডিওটি ভাইরাল

আরও খবর