Header Border

ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৭.৯৬°সে

ডিজিটাল মার্কেটিং এ একধাপ এগিয়ে ‘ইউনিক টেক বিডি’

অনলাইন ব্যবসায়ীদের ওয়েবসাইট বা পেইজ সংক্রান্ত বিভিন্ন কারিগরি সমস্যার সমাধান নিয়ে কাজ করে থাকে “ইউনিক টেক বিডি” । এটি প্রথম দিকে মূলত সাইবার সুরক্ষা টিম ছিলো। পরবর্তীতে আরিয়ান ২০২০ সালে এটিকে করেন সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এজেন্সি।

২০১৮ সালে তরুণ উদ্যোক্তা আরিয়ান আহমেদ এজেন্সি টি প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠাতা আরিয়ান জানান ‘মহামারির এ সময় পুরো বিশ্বের ব্যবসা-বাণিজ্য বলতে গেলে বন্ধ। বাংলাদেশের মতো ছোট দেশগুলো নতুন আইডিয়া জেনারেট করে বাণিজ্য সচল রাখার চেষ্টা করছে। এ অবস্থায় অনলাইন উদ্যোক্তা ও তাদের মার্কেটিং কার্যক্রমে সহযোগিতা করতে ২০২০ সালে ইউনিক টেক বিডির যাত্রা শুরু করি আমি। আমাদের এই ডিজিটাল মার্কেটিং প্লাটফর্মে মানুষ ঘরে বসেই তাদের সব ব্যবসা অনলাইনে নিয়ে আসতে পারছে। উদ্যোক্তার পণ্য আমার সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতার সামনে তুলে ধরি’।

এছাড়াও ইউনিক টেক বিডি ব্যবসায়ীদের সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন। এ ছাড়া ই-কমার্স গঠনেও সহযোগিতা করে। এর বাইরে হ্যাক হওয়া আইডি/পেইজ রিকভার/ বিজনেস ম্যানেজমেন্ট/পেজ প্রমোট এবং বোস্টিং/সোশ্যাল মিডিয়ার সকল প্রকার রিয়েল ফলোয়ার/ওয়েব ডিজাইন সহ ডিজিটাল মার্কেটিং এর সকল প্রকার সার্ভিস দিয়ে থাকে তারা!সাইবার বুলিং নিয়ে মানুষকে সচেতন করার কাজও করে “ইউনিক টেক বিডি”বেকারত্ব দূর করতেও বিনামূল্যে নির্দেশনা দিচ্ছে তারা।

ব্যবসায়ীদের সঙ্গে নেটওয়ার্ক সম্পর্কে ‘ইউনিক টেক বিডির’ উদ্যোক্তা আরিয়ান জানালেন, উদ্যোক্তারা সমস্যায় পড়লে আমাদের পেইজে যোগাযোগ করে। আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করি। আবার কেউ যদি ব্ল্যাকমেইল বা হ্যারাসমেন্টের সমস্যায় পড়ে তাদেরও নির্দেশনা দিচ্ছি- কীভাবে কোথায় অভিযোগ জানাতে হবে, কীভাবে জিডি বা মামলা করতে হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদ উপলক্ষ্যে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়!
বাইফা অ্যাওয়ার্ড পেলো তন্বী’স কিচেন
ফের বাইফা অ্যাওয়ার্ড পেলো অলিভ বাংলাদেশ
বায়োজিনের ১৫তম শাখা চালু হলো কুমিল্লায়
জমকালো আয়োজনে “ছমবূন” এর শুভ উদ্বোধন
ঈশ্বরদী গ্রীণসিটিতে ফ্যাশন ব্রান্ড বিটুর আউটলেট উদ্বোধন

আরও খবর