Header Border

ঢাকা, সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ ইং | ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩২.৯৬°সে

সাইমনের সাথে প্রিয়মনি’র হাহাকার

নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক। নাম ‘হাহাকার’। এ চলচ্চিত্রে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন সাদিক। মানিকের ‘জান্নাত’ ছবি দিয়েই ক্যারিয়ারে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন ‘পোড়ামন’খ্যাত নায়ক। এছাড়াও আরও কিছু সিনেমায় একসঙ্গে কাজের অভিজ্ঞতা আছে এই নায়ক-পরিচালকের। তাদের সঙ্গে এবার নতুন করে যুক্ত হচ্ছেন প্রিয়মনি। ‘হাহাকার’ সিনেমায় সাইমনের বিপরীতে দেখা যাবে তাকে।

এ বিষয়টি নিশ্চিত করে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সাইমনের সঙ্গে আমার কাজের বন্ডিংটা ভালো। আমরা একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। আশা করছি আবারও ভালো কিছু করতে পারবো। আর প্রিয়মনিকে স্বাগত জানাচ্ছি। সে খুবই পরিশ্রমী একজন আর্টিস্ট। নতুনদের মধ্যে ভালো করছে। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা রয়েছে তার মধ্যে। আমার বিশ্বাস, সাইমন-প্রিয়মনি জুটি এদেশের সিনেমাপ্রেমীদের মন জয় করতে পারবে।’

ছবিটি নিয়ে প্রিয়মনি বলেন, ‘আমি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পছন্দ করি। সবসময় এক ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী নই। এতে দর্শকরা নতুনত্বের স্বাদ থেকে বঞ্চিত হবেন। দর্শকের মনে জায়গা করে নিবে এমন সিনেমায় কাজের প্রচেষ্টা থাকবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু
সমঝোতায় আসলেন সাইমন এবং বড়দা মিঠু

আরও খবর