Header Border

ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

সাইমনের সাথে প্রিয়মনি’র হাহাকার

নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক। নাম ‘হাহাকার’। এ চলচ্চিত্রে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন সাদিক। মানিকের ‘জান্নাত’ ছবি দিয়েই ক্যারিয়ারে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন ‘পোড়ামন’খ্যাত নায়ক। এছাড়াও আরও কিছু সিনেমায় একসঙ্গে কাজের অভিজ্ঞতা আছে এই নায়ক-পরিচালকের। তাদের সঙ্গে এবার নতুন করে যুক্ত হচ্ছেন প্রিয়মনি। ‘হাহাকার’ সিনেমায় সাইমনের বিপরীতে দেখা যাবে তাকে।

এ বিষয়টি নিশ্চিত করে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সাইমনের সঙ্গে আমার কাজের বন্ডিংটা ভালো। আমরা একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। আশা করছি আবারও ভালো কিছু করতে পারবো। আর প্রিয়মনিকে স্বাগত জানাচ্ছি। সে খুবই পরিশ্রমী একজন আর্টিস্ট। নতুনদের মধ্যে ভালো করছে। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা রয়েছে তার মধ্যে। আমার বিশ্বাস, সাইমন-প্রিয়মনি জুটি এদেশের সিনেমাপ্রেমীদের মন জয় করতে পারবে।’

ছবিটি নিয়ে প্রিয়মনি বলেন, ‘আমি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পছন্দ করি। সবসময় এক ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী নই। এতে দর্শকরা নতুনত্বের স্বাদ থেকে বঞ্চিত হবেন। দর্শকের মনে জায়গা করে নিবে এমন সিনেমায় কাজের প্রচেষ্টা থাকবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা
২ জুন প্রেক্ষাগৃহে আসছে বিলাশ খানের সুলতানপুর
নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই
মুক্তি পাচ্ছে চিকন আলীর বুবুজান
শফিক হাসানের দ্য ফ্রডে নায়িকা ববি হক
জমকালো আয়োজনে ২য় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

আরও খবর