Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

ঈদের ৭ পর্বের নাটক ‘ভাই খুব সেনসেটিভ’

মানুষের অতি আবেগের কারণে সৃষ্টি হতে থাকে নানা জটিলতা এবং নাটকীয়তা। স্যাটায়ারধর্মী এসব ঘটনা দর্শককে হাসাবে, রাগাবে এবং ভাবাবে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে এবারের ঈদের নাটক ‘ভাই খুব সেনসেটিভ’। ৭ পর্বের ধারাবাহিক এই নাটকটি রচনা ও পরিচালনা হারুন রুশো। প্রচার হবে ঈদের দিন থেকে শুরু করে ঈদের ৭ম দিন পর্যন্ত রাত ৭ টা ৩০ মিনিটে একুশে টিভিতে। সাতপর্বের এই ধারাবাহিকের বিশেষত্বই হলো- প্রতিটি গল্পই আলাদা আলাদা এবং স্বয়ংসম্পূর্ণ। প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন রূপে হাজির হবে ভাই, কখনও তিনি খুব সেনসেটিভ ডাক্তার, কখনও সেনসেটিভ ভিক্ষুক, কখনও বা সেনসেটিভ প্রেমিক। আর ভাইয়ের চরিত্রকে ঘিরেই আবর্তিত হবে গল্পের অন্যান্য সব চরিত্র। আর দর্শক প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন খন্ড নাটকের স্বাদ পাবে বলে ‘ভাই খুব সেনসেটিভ’ সাতপর্বের ধারাবাহিকটির জনপ্রিয়তা নিয়ে নির্মাতা ও কলা-কুশলীরা দারুণভাবে আশাবাদী। নাটকে অভিনয় করেছেন-সৈয়দ শিপুল, কাজী নওশাবা আহমেদ, মুকিত জাকারিয়া, এনিলা তানজুম, আনিসুল হক বরুণ, আনোয়ার হোসেন, অনুভব মাহবুব, পিচ্চি শরিফুল, সূচনা শিকদার, জয়শ্রীকর জয়া, আফরোজা হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বীরাঙ্গনা মায়ের ত্যাগের গল্প ‘বাংলার মা জননী’
ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর
শিল্পকলায় উদীচী’র নাটক “রাজনৈতিক হত্যা”
আসছে নতুন ধারাবাহিক ‘হাফ মেন্টাল পাড়া’
শনিবার থেকে একুশে টিভিতে মহসিন রনি’র ‘নাট বল্টু’
সবসময় শিল্পীদের পাশে থাকতে চাই : জামিল

আরও খবর