Header Border

ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

শনিবার থেকে একুশে টিভিতে মহসিন রনি’র ‘নাট বল্টু’

আগামী শনিবার (০৫ই) ফেব্রুয়ারী থেকে সপ্তাহে তিন দিন একুশে টিভিতে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘নাট বল্টু’। এটি পরিচালনা করেছেন সৈয়দ শিপুল। নাটকটি সাজানো হয়েছে হাজারো হাস্য রসাত্মক পরিস্থিতি নিয়ে।

নাটকের গল্পে দেখা যাবে, নাট ও বল্টু বিভিন্ন কৌশল প্রয়োগ করে মানুষের কাছে থেকে টাকা হাতিয়ে নেয়। পূর্বের মহল্লা থেকে প্রতারণা করে তারা এখন নতুন এলাকায় প্রবেশ করেছে, আর সেই নতুন এলাকায় এসেই নিজের নতুন বাড়িওয়ালা থেকে শুরু করে আশেপাশের সবাইকে নিজেদের ব্যাতিক্রমধর্মী প্রতারণার ফাঁদে ফেলতে থাকে। কিন্তু সমস্যা এক জায়গাতেই বাধে, লক্ষ কোটি টাকার ধান্দার ফন্দি ফিকির করুক না কেনো দিন শেষে তাদের হাতে আসে নগন্য পরিমান অর্থ। নাটকটিতে হাস্যরস বৃদ্ধি করতে সংযুক্তচ হয়েছে অরোও অনেক গুলো পিকুলিয়ার চরিত্র। যাদেরকে ঘিরে গল্পের ধারা এগোতে থাকে।

নাট বল্টু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তমাল মাহবুব, আরফান আহমেদ ও সৈয়দ শিপুল, জয়রাজ, পীরজাদা হারুণ, লিটন খন্দকার, এস এম কামরুল বাহার, দোলন দে, আনোয়ার, সাবরিনা তন্নি, অনন্যা প্রিয়ন্তী, কনিকা মুক্তা, নিয়াজ, মামুন, ও মহসিন রনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তানভীরের ‘মৌনতার মন ভাঙে না
মাহফুজ ইসলামের ‘কপাল’ নাটকে আলিফ-জারা মনি
দীপান্বিতা রায় পরিচালিত নাটক ‘বিপতে পড়ে বিয়ে’
বীরাঙ্গনা মায়ের ত্যাগের গল্প ‘বাংলার মা জননী’
ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর
শিল্পকলায় উদীচী’র নাটক “রাজনৈতিক হত্যা”

আরও খবর